খবর৭১ঃ পূর্ব ইউরোপের তিন দেশের আকাশপথে নিষেধাজ্ঞার কারণে সার্বিয়া সফর যেতে পারেননি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এই ঘটনাকে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই ধরনের পদক্ষেপ উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকের সময়সূচিতে সমস্যা সৃষ্টি করতে পারে। তবে তারা মস্কোকে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বাধা দেবে না বলেও জানিয়েছেন তিনি।
সার্বিয়ার পাশের তিন দেশে বুলগেরিয়া, মেসোডোনিয়া ও মন্টিনিগ্রো লাভরভকে বহনকারী সরকারি বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দেয়। তাই রোববার দুদিনের সফরে সার্বিয়া যাওয়ার কথা থাকলেও বুলগেরিয়া তার আকাশপথ রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়ায় লাভরভের ওই সফর বাতিল করা হয়।
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সঙ্গে বৈঠকের কথা ছিল।
সোমবার সকালে সার্বিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত, উত্তর মেসেডোনিয়ার কূটনীতিক এবং সার্বিয়ার নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর।
রাশিয়া থেকে গ্যাস আমদানি নিয়ে আলোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এটাই ছিল সার্বিয়ায় কোনো রাশিয়ার উচ্চপদস্থ কূটনীতিকের সফর।
আগামী তিন বছরের জন্য গ্যাস রপ্তানির চুক্তি করতেই সার্বিয়া যাচ্ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।