খবর৭১ঃ ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে তীর্থে যাওয়ার সময় যাত্রীবোঝাই একটি বাস রোববার খাদে পড়ে কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছেন।
যমুনোত্রী যাওয়ার পথে উত্তরকাশীর কাছে খাদে পড়ে তীর্থ যাত্রীবোঝাই বাসটি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনায় শোকপ্রকাশ করে নিহতের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে