পদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন

0
193

খবর৭১ঃ অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর। আগামী ২৫ জুন সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন। আর এ সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে গণভবনের সামনে এক ব্রিফিংয়ে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী নামকরণের কাগজে স্বাক্ষর করেননি। তিনি বলেছেন পদ্মা সেতু ‍পদ্মা নদীর নামেই হবে।’

এর আগে পদ্মা সেতুর নামকরণ ও উদ্বোধন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন ওবায়দুল কাদের। আলোচনা শেষে গণভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি (সার সংক্ষেপ) দিয়েছিলাম। একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি, যেখানে তিনি ২৫ জুন তারিখ লিখে সই করেছেন।’

“আরেকটি সামারি ছিল পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার। সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন, ‘পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামে হবে। এটা আমি অন্য কারো নামে দেব না। বঙ্গবন্ধু পরিবারের কারো নামেও হবে না’।”

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হবে প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘সবাইকে আমন্ত্রণ জানানো হবে, যারা বেশি বিরুদ্ধে বলছে, তাদেরকে আগে আমন্ত্রণ জানানো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here