খবর৭১ঃ এবার চাকরি জীবন শুরু করেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ভিসতা ইলেকট্রনিক্স নামে একটি কোম্পানিতে পরিচালক হিসাবে যোগ দিয়েছেন তিনি। এরইমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজও শুরু করেছেন। যদিও আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির আরেক পরিচালক উদয় হাকিম গণমাধ্যমকে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা হিসাবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসাবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’
এ বিষয়ে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চাইছেন না। আনুষ্ঠানিকতা অনুষ্ঠানেই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি। এদিকে বর্তমানে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এ অভিনেতা।