খবর৭১ঃ শ্রীলংকায় অবস্থিত ভারতের দূতাবাস দেশটিতে তাদের সেনা পাঠানোর খবর উড়িয়ে দিয়েছে।
খবর বের হয়েছে শ্রীলংকায় সেনা পাঠাচ্ছে নয়া দিল্লি।
ভারতের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত শ্রীলংকার গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে সমর্থন করে।
এদিকে শ্রীলংকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় সদ্যই পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবার ভারতে আশ্রয় নিয়েছে।
এমন খবরকে মিথ্যা ও চরম ভুয়া বলে অভিহিত করে ভারতের দূতাবাস।
সোমবার পদত্যাগের পর মাহিন্দা রাজাপাকসের অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তিনি সরকারি বাসভবন ছেড়ে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে।
মঙ্গলবার ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলংকার গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনীতি পুনরুদ্ধার পুরোপুরি সমর্থন করে নয়াদিল্লি।
ভারতীয় হাইকমিশন টুইটে বলেছে, শ্রীলংকায়ং সেনা পাঠাচ্ছে ভারত—কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর প্রত্যাখ্যান করছে হাইকমিশন।
এদিকে সোমবার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন ৭৬ বছর বয়সী মাহিন্দা রাজাপাকসে।
ওইদিন সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর আক্রমণ করে রাজাপাকসের সমর্থকরা।
এর পরই পুরো শ্রীলংকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। রাজাপাকসে ক্ষমতা ছাড়ার পর দেশজুড়ে কার্ফিউ জারি করা হয়।
সোমবার রাতে রাজপাকসেকে ধরতে তার সরকারি বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা।
জানা যায়, পরবর্তীতে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে উদ্ধার করে ত্রিনকোমালে একটি নৌ ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।
রাজপাকসেকে ধরতে সেখানেও জড়ো হয় আন্দোলনকারীরা।
এদিকে সোমবার শ্রীলংকাং সংঘর্ষে ৮ জন নিহত হন। এর মধ্যে একজন সরকার দলীয় এমপিও আছেন।