ওডেসায় মিসাইল হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া

0
281

খবর৭১ঃ ইউক্রেনের দক্ষিণ দিকের ব্ন্দর শহর ওডেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক শনিবার জানিয়েছেন, বন্দর শহর ওডেসায় বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সেরহি ব্রাতচুক বলেন, দিনের শুরুতে ওডেসার আশপাশের অঞ্চলে চারটি মিসাইল ছোড়ার পর বন্দর শহরে হামলা করে রাশিয়ার সেনারা।

তিনি নতুন আক্রমণের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তিনি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভাসেলেঙ্কো জানিয়েছেন, রাশিয়া অব্যহতভাবে মিসাইল ছুড়ছে।

ইউক্রেনের এ নারী সংসদ সদস্য টুইটারে লিখেছেন, পুরো সকাল জুড়ে ওডেসার আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। মিসাইল আর রকেট হামলা চলছেই। ইউক্রেনের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার আজ অনেক কাজ আছে।

ইউক্রেনের সাংবাদিক ওলগা তোকারিউক বলেছেন, ৯ মে উপলক্ষে রাশিয়া তাদের হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ৯ মে নাৎসী বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় পেয়েছিল রাশিয়া। এদিনটিকে তারা বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

এ ব্যাপারে টুইটে সাংবাদিক ওলগা তোকারিউক বলেন, বেজমেন্ট থেকে হ্যালো! ইউক্রেনের সব জায়গায় সাইরেন শোনা যাচ্ছে। রাশিয়ার মিসাইল ওডেসায় হামলা করেছে খবর এসেছে। এটা জানাই ছিল। ৯ মে এর আগে রাশিয়া তাদের হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here