সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ “স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর মান্দা উপজেলার সতীহাট কছির উদ্দীন চৌধুরী, তমিজ উদ্দীন চকদার (কে.টি) উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সতীহাটের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে স্মৃতিচারণ, আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। এসময় প্রয়াত প্রাক্তন শিক্ষক-ছাত্র ছাত্রীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রাক্তন শিক্ষক- ছাত্রছাত্রীরা স্মৃতিচারণ করতে গিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আকবর আলী মন্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, ওসি (তদন্ত) মেহেদী মাসুদ, সাবেক অধ্যক্ষ শফি উদ্দিন সরদার, সাবেক অধ্যক্ষ অমল চন্দ্র সরকার, বর্তমান অধ্যক্ষ লুৎফর রহমান, সাবেক সহকারী শিক্ষক দেওয়ান ইসমাইল হোসেন, লয়েজ উদ্দিন সরদার, আব্দুল হাকিম মিয়া, দেওয়ান আব্দুস সালাম, সামন্ত কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মন্ডল, আবু তালেব সরদার, মান্দা মমিন সাহানা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক দেওয়ান একরামুল হক বাচ্চু, জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এএসএম রায়হান আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, সদস্য আব্দুর রউফ রিপন, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।##