পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার আরো ৩৬ ভূমি ও গৃহহীন পরিবার। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশের তৃতীয় পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনীর পর তালিকা ভুক্ত ৩৬ ভূমি ও গৃহহীন পরিবারের প্রত্যেককে স্থানীয়ভাবে দলিল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হকের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসি জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল শেখ মাহাবুবুর রহমান রনজু, অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও তৃপ্তি রঞ্জন সেন।