খনর৭১ঃ টেস্ট ক্রিকেটে আগ্রহ নেই জাতীয় দলের অন্যতম পেসার মোস্তাফিজুর রহমানের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া লাল বলের চুক্তিপত্রেও নেই এই বাঁহাতি পেসার। চুক্তিপত্রে মোস্তাফিজ লিখেছেন, টেস্টে পাওয়া যাবে না তাকে।
বিষয়টি মেনেও নিয়েছিল বিসিবি। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ না খেলে আইপিএলের উদ্দেশে ভারতে পাড়ি জমান এ কাটার মাস্টার।
তবে হঠাৎই বেঁকে বসেছে বিসিবি। প্রয়োজনে মোস্তাফিজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ডেকে পাঠিয়ে আসন্ন শ্রীলংকা সিরিজে টেস্ট খেলানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি।
শনিবার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবির ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে এমন ইঙ্গিতই দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘আমরা ক্রিকেটারদেরকে একটা ফরম্যাট পাঠিয়েছিলাম, কে কোন ফরম্যাট খেলতে চায় (বলার জন্য)। যারা যারা টেস্ট খেলতে চায়, তিনটাই খেলতে চায়, দুটা খেলতে চায়- সে অনুযায়ী তাদের রাখা হয়েছে। মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি, সে বলেনি টেস্ট খেলতে চায়। মোস্তাফিজ বললো কি বললো না, সেটা বড় কথা না। মোস্তাফিজকে যখন দরকার হবে অবশ্যই সে খেলবে (টেস্ট)। কারণ, এখন যদি আমার শ্রীলংকা সিরিজেও মোস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে।’
এরপর বিসিবি বস বলেন, ‘তাসকিন, শরিফুল, এবাদত এই তিনজন তো টেস্টের জন্য আছেই। এখানে মোস্তাফিজকেও যদি রাখি, ম্যানেজমেন্ট তাকে খেলাবে কি না আমরা জানি না। কিন্তু যখন দরকার হবে, অবশ্যই তাকে রাখব। সে খেলবে। এটা নিয়ে কোনো ইস্যু না।’
তবে মোস্তাফিজ যে বরাবরই টেস্টে অনীহা দেখিয়েছেন তা সবার জানা। ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ করতেই হয়তো এটা করছেন।
কিছুদিন আগে টেস্ট খেলতে চান না জানিয়ে এক সাক্ষাৎকারে মোস্তাফিজ বলেছিলেন, ‘টেস্ট খেলতে চাই কি চাই না, এটা যদি ক্রিকেট বোর্ড আমার কাছে জানতে চায়, সেখানেই নিজের ভাবনা জানাব। আমি এ নিয়ে সভাপতির সঙ্গে কথা বলব। যদিও তিনি আমার ব্যাপারটা ভালো করেই জানেন। বিসিবি এ ব্যাপারে আমাকে কখনো জোর করেনি। বিসিবির বর্তমান লাল বলের চুক্তিতেও আমি নেই।’