রাশিয়ার তেলের জাহাজ ছেড়ে দিচ্ছে গ্রিস

0
224

খবর৭১ঃ গত সপ্তাহে রাশিয়ার একটি অপরিশোধিত তেলের জাহাজ আটক করে গ্রিস। তবে এক সপ্তাহ পার না হতেই সেই জাহাজটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। খবর সিএনএনের।

১৫ এপ্রিল ১৯ জন রাশিয়ার ক্রু মেম্বারসহ জাহাজটিকে আটকে দিয়েছিল গ্রিস।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আর এ নিষেধাজ্ঞার কারণেই রুশ জাহাজটি আটকে দিয়েছিল গ্রিসের কোস্টগার্ড।

গ্রিসের বেসরকারি জাহাজ পরিচালনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এন্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষ জাহাজটি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

তবে তিনি জানিয়েছেন, নির্দেশ দিলেও এখনো জাহাজটি ছেড়ে দেওয়া হয়নি বার এর কার্যক্রম শুরু হয়নি।

এদিকে এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছিল, ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ায় আটককৃত জাহাজটি দক্ষিণ গ্রিসের মণি উপদ্বীপে যাচ্ছিল। সেখানে গিয়ে জাহাজটি অন্য আরেকটি জাহাজে তাদের কার্গো উঠিয়ে দিত।

কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে জাহাজটি জরুরীভাবে গ্রিসের ইভিয়া দ্বীপে নোঙর করে। এরপরই গ্রিস জাহাজটিকে আটক করে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিলেও তারা সঙ্গে জানিয়ে দিয়েছিল, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানিবাহী জাহাজ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here