বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ মনির খান রাজশাহী জেলা সংসদ কার্যালয়ের উদ্যোগে ১৯ই এপ্রিল মঙ্গলবার মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিরহীগ্রামে মনির খান রাজশাহী জেলা সংসদ কার্যালয়ের শাখা অফিসে দোয়াও ইফতার মাফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাফিল অনুষ্ঠানে মনির খান রাজশাহী জেলা সংসদ শাখার সভাপতি মোঃ দেলোয়ার শেখের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এলাকার গন্যমান্য ও অসহায় গরীব দুঃখী মানুষদের নিয়ে দোয়াও ইফতার মাফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাফিল অনুষ্ঠানে মনির খান রাজশাহী জেলা সংসদ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এলাকার অসহায় গরীব দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করার লক্ষে আমরা এই সংসদ স্থাপন করেছি। তাছাড়াও ধর্মীয় অনুষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্যে সহযোগিতা করাই এই সংগঠনের মুল লক্ষ্য । উক্ত দোয়াও ইফতার মাফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ লিটন, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, বাগমারা আউচপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ পলাশ শাহ, লিমন এ্যগ্রো কোম্পানির অফিসার মোঃ নাসিরসহ প্রমুখ।