সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে প্রকাশিত লাউড় সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমিতির সাংগঠনিক সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় সুনামগঞ্জ কাজীর পয়েন্ট লতিফা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি যুক্তরাজ্যের সাবেক সভাপতি সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যাপক, সুপ্রবা সমিতি যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি সাহ্গীর বখ্ত ফারুক, বিশিষ্ট কলামিস্ট সিনিয়র আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, সিনিয়র আইনজীবী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার, সিনিয়র আইনজীবী ও বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মহান মুক্তিযুদ্ধের সংগঠক তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জি,বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হান্নান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জুনাব আলী, প্রধান শিক্ষক বুলচান্দ উচ্চ বিদ্যালয় মোঃ নূরুল আবেদিন, সাবেক ছাত্রনেতা অবসরপ্রাপ্ত ম্যানাজার জনতা ব্যাক সুনামগঞ্জ জনাব হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সমিতির সহ সভাপতি মোকাররব হেসেন আরফাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সমিতির সমাজ সেবা সম্পাদক অনিমেষ পাল ভানু, বিশিষ্ট ব্যবসায়ী সমিতির সদস্য জন্টু ভুষন সরকার, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র কল্যান পরিষদের সাবেক সভাপতি জনাব আলী উজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বর্তমান সভাপতি জনাব শামীম আহমদ, সাধারণ সম্পাদক জনাব তফাজ্জল হক , মোঃ সাব্বির আহমদ, সাইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সুধীমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।