খবর৭১ঃ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া ন্যাটোতে যোগদানের পরিণতি সম্পর্কে দ্বিপাক্ষিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সুইডেন এবং ফিনল্যান্ডকে সতর্ক করেছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাখারোভা রাশিয়া টুয়েন্টিফোরকে বলেন, আমরা প্রকাশ্যে এবং দ্বিপাক্ষিক চ্যানেলের মাধ্যমে সতর্কতা জারি করেছি।
তিনি আরও বলেন, তারা (সুইডেন এবং ফিনল্যান্ড) এ ব্যাপারে জানে। তাই তাদের অবাক হওয়ার কিছু থাকবে না। এটা কোন দিকে যাবে সে ব্যাপারে তাদের জানানো হয়।
ফিনল্যান্ডের পার্লামেন্ট ন্যাটোর সদস্যপদ চাওয়ার নিয়ে বুধবার একটি অধিবেশন শুরু হবে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর ফিনল্যান্ডের সামরিক জোটে যোগদানের জন্য রাজনৈতিক ও জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সুইডেনও ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনা করছে।