বান্দরবান সেনা জোনের ইফতার সামগ্রী পেলো এতিম শিক্ষার্থীরা

0
198

খবর ৭১: বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ২টি এতিমখানায় রমজান উপলক্ষে ১৬ দিনের প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বান্দরবান সেনা জোনের উদ্যোগে সেনা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এতিমখানার শিক্ষকদের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে.কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি।এসময় উপ-অধিনায়ক মেজর এস.এম.মাহমুদুল হাসান সোহাগ,পিএসসি,বান্দরবান বক্সিং ক্লাবের ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন পরিচালক লুৎফুর রহমান (উজ্জ্বল) উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদ হাসান,পিএসসি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন,এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি সাধারণ জনগণের সাথে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।এসময় তিনি দুই এতিমখানার শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীদের জীবনযাপনের বিষয়ে গভীর আগ্রহের সাথে খোঁজ খবর নেন এবং পরবর্তীতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় কাইচতলী দারুল উলুম ইসলামিয়া এতিমখানার ৩৯ জন শিক্ষার্থী এবং কদু খোলা নূরানী তালিমুল হেফজখানা ও এতিমখানার ৩৩ জন শিক্ষার্থীর জন্য বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে ২০ হাজার টাকার ইফতার সামগ্রী গ্রহণ করেন কদু খোলা নূরানী তালিমুল হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো.আজিজুল হক এবং কাইচতলী দারুল উলুম ইসলামিয়া এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মো.আব্দুল মান্নান।এছাড়াও একই অনুষ্ঠানে একজন নও-মুসলিম শিক্ষার্থীকে বই ক্রয়ের জন্য নগদ ৫ হাজার প্রদান করেন সেনা জোন।ইফতার সামগ্রীতে ২ প্রতিষ্ঠানের ৭২ শিক্ষার্থীর ১৬ দিনের ইফতারের জন্য ৩৫ কেজি ছোলা,২৪ কেজি মুডি,১৮ কেজি খেজুর,৭০ কেজি ডাল,৪৭ কেজি চিনি,৪১ লিটার সয়াবিন তেল এবং ১০ কেজি পেঁয়াজ ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here