পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছার শিববাটী ব্রিজের টোল ইজারাদার ও তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম পৌর বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় টোল আদায়ের তালিকা না থাকায় শিববাটী ব্রিজের টোল আদায়কারীকে ২ হাজার টাকা ও পৌর বাজারের তরমুজ ব্যবসায়ীকে ৫শ’ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার আব্দুল হাকিম ও আনসার সদস্য মোঃ রাকিব।