বৈশাখের প্রথমদিনেই কালবৈশাখী ঝ‌ড়ে একই প‌রিবা‌রের ৩ জ‌নের মৃত্যু

0
206

খবর৭১ঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় নারী ও দুই শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম, তার ৪ বছরের মেয়ে মাহিমা আক্তার (৪) এবং ছেলে মোহাম্মদ হোসাইন (১)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত সুনামগঞ্জের ঝড়, বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় তারা ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঝড়ে একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়লে তাদের তিনজনের মৃত‌্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভোর রাতে ঝড়ে গাছ ভেঙে একই পরিবারের তিনজন মারা গেছেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here