প্রথম সফরে করাচি যাচ্ছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী

0
190

খবর৭১ঃ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো করাচি আসছেন পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার দুপুরে ইসলামাবাদ থেকে তার করাচি যাওয়ার কথা রয়েছে।

জিও নিউজের খবরে বলা হয়, শাহবাজ শরিফের করাচি সফরে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ তাকে স্বাগত জানাবেন।

সূত্রমতে, করাচি পৌঁছে শরীক দলের নেতাদের নিয়ে পাকিস্তানের স্থপতি মুহাম্মদ আলি জিন্নাহর কবর জিয়ারত করবেন পাকিস্তানের নতুন এ প্রধানমন্ত্রী। সেখান থেকে গভর্নর হাউসে একটি উন্নয়ন বৈঠকে অংশ নেবেন তিনি।

অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে ১৭৪ জন সদস্য শাহবাজ শরীফের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি কেউ।

এই ১৭৪ জন সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here