সুন্দরগঞ্জে বিয়ে দাবী করায় কিশোরীকে নির্যাতন

0
205

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের এক কিশোরী বিয়ের দাবী করায় অমানুসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে প্রেমিক ও তার পরিবার।
জানা যায়, সোমবার সকালে উক্ত গ্রামের জিহাদুল ইসলামরে কিশোরী কন্যা প্রেমের সূত্র ধরে প্রেমিকের সঙ্গে একই ভাড়াটে বাসায় দীর্ঘ বসবাসের ঘটনায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিক ছামিউল ইসলাম ও তার পরিবারবর্গ ঐ কিশোরীকে অমানুসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় পরদিন ঐ কিশোরী থানায় লিখিত অভিযোগ করেন। এতে উল্লেখ করেন তার প্রতিবেশী বোনের ছেলে ছামিউল তাকে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে ভাড়াটে একই বাসায় স্বামী-স্ত্রীর ন্যায় বসবাস করে আসছিল। এরই এক পর্যায়ের প্রেমিকাকে ভাড়া বাসায় রেখে নিজ বাড়িতে চলে এসে অন্যত্রে বিয়ে নির্ধারণ করে। পরিবারবর্গের কথামত বিয়ে না করার শর্তে প্রেমিক ছামিউল তার ঐ প্রেমিকাকে বাড়িতে ডেকে নেয়। এতে ছামিউলের কথামত প্রেমিকা তার বাসায় গেলে পরিবারের সবাই মিলে কিশোরীকে অমানুসিক নির্যাতন করে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের নিকট পৌছিয়ে দিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এঘটনার সু-বিচার চেয়ে ঐ কিশোরী এ অভিযোগ পত্র দাখিল করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল আজিজ অভিযোগপ্রাপ্তির কথা জানিয়ে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here