বিএনপি নেতা ইশরাকের জামিন

0
239

খবর ৭১: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল থানার নাশকতা মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত। ইশরাকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, মতিঝিল থানায় দায়ের করা মামলায় ইশরাককে জামিন দিয়েছে সিএমএম আদালত। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তি পেতে বাধা নেই।

উল্লেখ্য, গত বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।

পরে গাড়ি পোড়ানোর পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here