পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজকে যা বললেন মোদি

0
167

খবর৭১ঃ চিরবৈরি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় সন্ত্রাসবাদমুক্ত, শান্তিপূর্ণ এলাকা গঠনের কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

সোমবার রাতে টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য এইচ ই মিয়া মুহাম্মদ শেহবাজ শরীফকে অভিনন্দন। ভারত সন্ত্রাসমুক্ত একটি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, যাতে আমরা আমাদের উন্নয়নের চ্যালেঞ্জগুলোতে মনোযোগ দিতে পারি এবং আমাদের জনগণের মঙ্গল ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।’

অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শেহবাজ শরিফ তার প্রথম ভাষণে কাশ্মীরে ৩৭০ ধারা রদের কথা বলেন। তার মতে, কাশ্মীর আজ রক্তাক্ত। তাই আন্তর্জাতিক মহলে কাশ্মীর প্রসঙ্গ তোলার আগে, সব ধরনের কূটনৈতিক ও নীতিগত সমর্থন দেয়ার কথা বলেন নব নির্বাচিত পাকিস্তানি প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here