খবর৭১ঃ
এবার আলোচিত এ দুই অভিনয়শিল্পীকে একটি ওয়েব সিরিজে অভিনয়ে দেখা যাবে। সিরিজটির নাম ‘আইজ্যাক লিটন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মো. আশরাফুজ্জামান।
সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। নির্মাতা জানিয়েছেন আইজ্যাক লিটন মূলত স্রোতের বিপরীতে হাঁটা মানুষের গল্প। যে গল্প মানুষকে হাসায়, কাঁদায় এবং ভাবায়। আবার কখনো কখনো হয়ে ওঠে কারও জীবনের গল্প।
এতে স্পর্শিয়া চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এই ওয়েব সিরিজের পরিচালকের সঙ্গে এর আগেও কয়েকটি কাজ করেছি। বেশ ভালো কাজ করে সে। এটিও বেশ গুরুত্ব দিয়ে করেছে। আশা করছি সিরিজটি দর্শকের ভালো লাগবে।’
স্পর্শিয়া বলেন, ‘সিরিজটির গল্প বেশ আকর্ষণীয়। হাস্যরসের মধ্য দিয়ে কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’
সিরিজটি ঈদের আগে চাঁদ রাত থেকে একটি ডিজিটাল প্ল্যাটফরমে প্রচার শুরু হবে।
এদিকে এই দুই অভিনয়শিল্পী বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।