অবশেষে রাশিয়ার স্বীকারোক্তি, ‘অনেক সেনাকে হারিয়েছি আমরা

0
264

খবর৭১ঃ

বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনে অভিযান চালাতে এসে রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা প্রাণ হারিয়েছে।

তবে ইউক্রেনের এসব দাবি অস্বীকার করত রাশিয়া। অথবা এসব দাবিতে কোনো মন্তব্য করত না।

কিন্তু অবশেষে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ স্বীকার করে বলেছেন, ইউক্রেনে অনেক সেনাকে হারিয়েছি আমরা। বিষয়টিকে নিজেদের ইতিহাসে অনেক বড় দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেন দিমিত্রি পেসকোভ।

তাছাড়া তিনি এও জানান, রাশিয়া তাদের নির্ধারিত সময় অনুযায়ী লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে শিগগিরই লক্ষ্য অর্জন করবে বলে জানান ক্ষমতাধর এ সরকারি কর্মকর্তা।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, এই যুদ্ধ শেষ করতে আমাদের সেনারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা কির আগামী কয়েকদিনের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং ইউক্রেনের সঙ্গে আলোচনার মাধ্যমে এ দ্বন্দ্বের অবসান ঘটাতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here