দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো হতে পারে দোনবাসের অবস্থা

0
208

খবর৭১ঃ পশ্চিমা বন্ধু দেশগুলোর কাছে আরও অস্ত্র এবং মস্কোর বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ইউক্রেন। তা না হলে পূর্ব ইউক্রেনে রুশ হামলার মাত্রা ন্যাটো সদস্যদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেবে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক বৈঠকে এসব কথা বলেন। খবব বিবিসির।

তিনি বলেন, আপনারা আমাদের দ্রুত সাহায্য করুন না হলে অনেক লোকজন মারা যাবেন।

দিমিত্রো কুলেবা বলেন, আমি আশা করেছিলাম ন্যাটো সদস্যরা কিয়েভকে প্রয়োজনীয় অস্ত্র পাঠাবে, যার মধ্যে থাকবে বিমান, বিমান প্রতিরক্ষাব্যবস্থা, কামান, সাঁজোয়া যান।

কুলেবা বলেন, আমার কোনো সন্দেহ নেই, ইউক্রেনের কাছে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র থাকবে। আর এই দোনবাসের যুদ্ধের হাজার হাজার ট্যাংক, সাঁজোয়া যান, প্লেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেবে।

এদিকে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, জোট ইউক্রেনকে সমর্থন করতে সম্মত হয়েছে, অস্ত্র দিচ্ছে এবং রাসায়নিক ও জৈবিক হুমকির বিরুদ্ধে সুরক্ষার জন্য সাইবার নিরাপত্তা সহায়তা ও সরঞ্জামও দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here