কৃষক আত্মহত্যার ঘটনায় সৈয়দপুরে কৃষকদলের মানববন্ধন ও সমাবেশ

0
323

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি ও সেচের পানির অভাবে দিশেহারা কৃষকদের আত্মহত্যার কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা।রাজশাহীর গোদাগাড়ীতে ফসলের জমিতে সেচের পানির অভাবে কৃষক অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি আত্মহত্যার ঘটনায়
আজ বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত ওই কর্মসূচি পালন করা হয়। কৃষক দলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা কৃষকদলের আহবায়ক মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু। সংগঠনটির সদস্য সচিব সাদেদুজ্জামান সরকার দিনারের সঞ্চালনায় সভায় বক্তব্য বলেন সৈয়দপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সদস্য সচিব শাহীন আক্তার, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম জনি,বিএনপি নেতা আব্দুল খালেক, উপজেলা বিএনপি’র আহবায়ক রেজাউল করিম লোকমান, পৌর বিএনপি’র আহবায়ক শেখ বাবলু, যুগ্ম আহবায়ক আবু সরকার,
জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কার্জন প্রমুখ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও সমাবেশে বিএনপি,কৃষকদল,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,
মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here