নড়াইলে ১৪০ পিচ ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ীকে গ্রেফতার

0
686

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল এর নেতৃত্বে সফল মাদক বিরোধি অভিযানের অংশ হিসাবে  শনিবার রাত থেকে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ১৪০ পিচ ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো নড়াইল কোলা গ্রামের বাসিন্দা কাঞ্চন মোল্যার ছেলে নাজির মোল্যা (২৬) ও নড়াইলের বাসিন্দা আকাশ (২৫) ও নবাব (৩০)। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও ওসি-২ আমিনুর জামান এর নের্তত্বে এসআই নয়ন পাটোয়ারী, এএসআই জহির, এএসআই সোহেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থেকে ১০০ পিচ ইয়াবাসহ নাজির মোল্যকে আটক করে। অপরদিকে এএসআই আলমগীর ও এএসআই রাজ্জাকের নেতৃত্বে ৪০ পিচ ইয়াবাসহ নড়াইল পুলিশ লাইনের পেছন থেকে আকাশ (২৫) ও নবাব (৩০) কে ৪০ পিচ ইয়াবাস আটক করে। ওসি আশিকুর রহমান জানান, মাদক বিরোধী অভিযোনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে আলাদা আলাদাভাবে ১০০ পিচ ও ৪০ পিচসহ মোট ১৪০ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here