খবর৭১ঃ ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার গোলার আঘাতে মারিউপোল বন্দরে অবস্থান করা আজবার্গ নামের একটি বিশাল বড় কন্টেইনারবাহী জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ জাহাজটি এখন ধীরে ধীরে সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে।
জাহাজটি ডমিনিক রিপাবলিকের পতাকাবাহী ছিল। একটি সূত্র জানিয়েছে, এটির মালিক তুরস্ক। যদিও এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিউপোল বন্দরে ডমিনিক রিপাবলিকের একটি জাহাজ নোঙর করা ছিল। এটিতে গোলাবর্ষণ করে রাশিয়ার নৌ বাহিনী। এতে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায়।
ইউক্রেনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই হামলায় জাহাজের একজন নাবিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করা হয়েছে।
তবে জাহাজের নাবিকরা কোন দেশের সে বিষয়ে কোনো কিছু জানায়নি ইউক্রেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গোলা আঘাত হানার পর জাহাজের ক্যাপ্টেন সাহায্যের জন্য আবেদন জানান।
তিনি জরুরী বার্তা দিয়ে বলেন, সতর্কতা, সতর্কতা। ডমিনিক রিপাবলিকের পতাকাবাহী জাহাজ ধ্বংস হয়ে গেছে। সবকিছু ধ্বংস হয়ে গেছে।ক্যাপ্টেনের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। ইঞ্জিন রুমে আগুন লেগেছে। জাহাজে আহত ব্যক্তি আছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্যে জানিয়েছে, ধীরে ধীরে জাহাজটি পানির নিচে তলিয়ে যাচ্ছে। কিন্তু রাশিয়ানদের অব্যহত গোলাবর্ষণের কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।