যে শহর ‘দখল না করতে পারলে ভেস্তে যাবে’ রাশিয়ার পরিকল্পনা

0
267

খবর৭১ঃ রাশিয়ার সেনারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর স্লোভইয়ানেস্ক দখল করার প্রস্তুতি নিচ্ছে।

এমন খবর জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্টাডি অব ওয়ার।

দোনবাস প্রদেশের অন্যান্য বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য ও পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার জন্য এই শহরটির দখল নিতেই হবে রাশিয়াকে।

স্টাডি অব ওয়ার জানিয়েছে, যদি রাশিয়া স্লোভইয়ানেস্কের দখল না নিতে পারে তাহলে দোনেস্ক ও লুহানেস্ক দখল করার যে পরিকল্পনা তারা করছে সেই পরিকল্পনাই ভেস্তে যাবে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি রাশিয়া স্লোভইয়ানেস্ক দখল না করতে পারে, তাহলে পূর্ব দোনেস্ক ও লুহানেস্ক দখল করার যে চেষ্টা রাশিয়া চালিয়ে যাচ্ছে সেটি ব্যর্থ হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান স্টাডি অব ওয়ার অবশ্য জানিয়েছে, বর্তমানে পূর্ব দোনেস্ক ও লুহানেস্কে কোনো অভিযান চালাচ্ছে না রাশিয়ার সেনারা।

এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউক্রেনের পূর্ব দিকে রাশিয়ার সাফল্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে রাশিয়া এখন রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা ছেড়ে চলে যাচ্ছে।

স্টাডি অব ওয়ার জানিয়েছে, রুশ সেনাদের বেশিরভাগ ইউনিট চেরনিহিভ এবং সুমি থেকে চলে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে এই দুটি অঞ্চল পুরোপুরি খালি করে দেবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here