দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২২ বিষয়ক অবহিত করণ সভা সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সূচি রানী সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দিন সারোয়ার রিজভী, এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন, এমডিভি সুপারভাইজার মো. সামির হোসেন প্রমুখ।