অপচয় রোধ করে পানি সম্পদ সংরক্ষণ করতে হবে: প্রধানমন্ত্রী

0
216

খবর৭১ঃ দেশের পানি সম্পদ রক্ষার লক্ষ্যে সরকার পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিশাল পানি সম্পদ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে পানি অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার অনুরোধও জানিয়েছেন সরকারপ্রধান।

বিশ্ব পানি দিবস উপলক্ষে সোমবার রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

পানি সম্পদ রক্ষা করা একান্তভাবে প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ভৌগোলিক ও ভূপ্রকৃতির অবস্থা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। দেশের ভূগর্ভস্থ পানি কম ব্যবহার করে ভূ-উপরিস্থ পানি যাতে বেশি ব্যবহার করা যায়, সেদিকে লক্ষ্য রেখে সরকার পরিকল্পনা নিচ্ছে।’

পানি সম্পদকে সংরক্ষণের বিষয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পানি সম্পদ অপচয় করলে কোনো সম্পদই শেষ পর্যন্ত থাকে না। আমাদের যে অমূল্য সম্পদটা রয়েছে, এটা কীভাবে সংরক্ষণ করে ব্যবহার করব এবং ভবিষ্যৎ বংশধররা ব্যবহার করতে পারবে, সেই দিকে দৃষ্টি রাখতে হবে।’

ঢাকাসহ বিভিন্ন শহরে পরিশুদ্ধ করে পাইপে পানি সরবরাহ করতে অনেক ব্যয় হয় জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘নির্মাণকাজ, গৃহস্থালি বা গাড়ি ধোয়া বা যে কাজেই হোক, পানির অপচয়টা বন্ধ করতে হবে। সব ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে।’

নগরায়ণ ও বাসস্থান নির্মাণের ক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এবং জলাধার রাখার বিষয়ে লক্ষ্য রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বাঁধ নির্মাণ ও সড়ক নির্মাণের সময় দুপাশে বৃক্ষরোপণ করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য দেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here