মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ মটরযান কর্মচারী
ইউনিয়নের মদন উপজেলা শাখার কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সোমবার দুপুরে নেত্রকোনা মদন প্রেসক্লাবের
সামনে মটরযান কর্মচারী ইউনিয়নের একাংশের নেতারা এ কর্মসূচি পালন করে। সাংগঠনিক নীতি অমান্য করে মটরযান শ্রমিক ইউনিয়ন সদস্যদের মতামত না জানিয়ে রাতের আধাঁরে কমিটি করায় একাংশের নেতাকর্মীরা ক্ষোভ
প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মটরযান কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের সাবেক সভাপতি সৈয়দ নূরুল গণি গোলাপ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মজিদুল আলম সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক
রুকেস, সাবেক কার্যকরী সভাপতি বকুল মিয়া,
সাবেক কোষাধ্যক্ষ মা’আলম, সাবেক সহসাংগঠনিক সৈয়দ ইবনে তারেক, শ্রমিক নেতা রফিকুল ইসলাম ছাদেক, মোঃ সোহেল, বাচ্চু মিয়া, মোঃ ইউসুফ, কবির মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা এই অবৈধ কমিঠকে দ্রুত বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিঠি গঠনের জোর দাবি জানান।