মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে সাবেক সংসদ সদস্য ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে রমজান উপলক্ষে সাবেক সংসদ সদস্য ওবায়দুল হক খোন্দকার সুযোগ্য সন্তান আমেরিকা প্রবাসী আইরিন পারভিন খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১ এপ্রিল) সাবেক সংসদ সদস্য ওবায়দুল হক খোন্দকারের নিজ বাড়িতে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুর আলম চৌধুরী, শামীম উদ্দিন খোন্দকার, সাবেক মেম্বার আবুল কাশেম কালা মেম্বার, জিকু মহাজন প্রমুখ।
আমেরিকা প্রবাসী আইরিন পারভিন খোন্দকার জানান, আমার বাবা আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছেন। তার স্মৃতি ধরে রাখার জন্য এবং মানুষের মনে লালন করার জন্য ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে নানা জনকল্যাণমূলক কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো।