গাইবান্ধায় নারী মাদক কারবারীর মৃত্যুদণ্ড

0
202

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারভীন বেগম ওরফে শায়লা (৩৮) নামে এক নারী মাদক কারবারী মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানাদেশ দিয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ প্রদান করেন। মামলার অপর ৪ আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকুসুর খালাস প্রদান করেন। দণ্ডিত শায়লা গোবিন্দগঞ্জ পৌরশহরের বর্ধনকুঠি মহল্লার মৃত মছির উদ্দিনের স্ত্রী। খালাসপ্রাপ্তরা হলেন, দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার বিভিন্ন গ্রামের সোহাগ মিয়া, বিপুল মিয়া, রমজান আলী ও সাজু মিয়া। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স (পিপি) বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ৮ ডিসেম্বর উপজেলা সাপমারা ইউনিয়নের গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে সাহেবগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৫’শ গ্রাম হিরোইনসহ পারভীন ওরফে শায়লাকে আটক করে পুলিশ। এঘটনায় শায়লার স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে তার সহযোগী হিসেবে অন্যদের নাম উল্লেখ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকুসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here