টানা চতুর্থ দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ, শনাক্ত ৪৩

0
226

খবর৭১ঃ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই কমছে। গত ২৪ ঘণ্টায় (২৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মার্চ সকাল ৮টা) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ফের টানা চতুর্থ দিনের মতো করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। এর আগে গত তিন দিন ধরে দেশে করোনাতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনাতে নতুন রোগী শনাক্ত কমেছে, কমেছে শনাক্তের হারও।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, গত এক দিনে ৭ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৫৪ শতাংশ। এক দিন আগে শনিবার ৬৫ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।আর শুক্রবার ১০২ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়া ৪৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৭৩ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন।

এদিকে গত এক দিনে করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ তেই থাকল।

দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৩ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here