খবর৭১ঃ রাজশাহী মহানগরীর নিউমার্কেটের সামনে ফুটপাত দখলকে কেন্দ্র করে রিয়াজুল ইসলাম নামের (২৬) এক ব্যবসায়ী খুন হওয়ার পর শেষ পর্যন্ত উচ্ছেদ করা হলো ফুটপাতটি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে ফুটপাতে গড়ে তোলা অন্তত ২৫টি দোকান উচ্ছেদ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, এ ফুটপাতকে কেন্দ্র করে খুন হন রিয়াজুল ইসলাম। এছাড়াও ফুটপাত ঘিরে চলত নানা অপকর্ম। তাই রাসিককে ফুটপাতটি উচ্ছেদ করার অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে রাসিক কর্তৃপক্ষ ফুটপাতটি উচ্ছেদ করেছে।
প্রসঙ্গত, গত ২১ মার্চ রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের ফুটপাত দখলকে কেন্দ্র করে জুতা ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। এ সময় আহত হন রিয়াজুলের ভাই রিংকু। এ ঘটনায় ৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।