খবর৭১ঃ চায়না ইস্টার্নের যাত্রীবাহী বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রোববার এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, চায়না ইস্টার্ন ফ্লাইট এমইউ৫৭৩৫ থেকে দ্বিতীয় ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।
এর আগে চীনের গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে গত সোমবার ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি।
পাঁচ দিন পর চীনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এ বিমানের কেউ আর বেঁচে নেই। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।
চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থার উপপরিচালক হু জেনজিয়াং শনিবার সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় নিহত ১২০ জনের ডিএনএ সংগ্রহ করেছেন তারা।
ফ্লাইট ট্রাকার ফ্লাইটরাডার ২৪-এর তথ্যানুযায়ী, বিমানটি মাত্র সোয়া দুই মিনিটে ২৯ হাজার ১০০ ফুট থেকে ৯ হাজার ৭৫ ফুট নিচে নেমে আসে। এর পরের ২০ সেকেন্ডে আরও নিচে নামে। সাধারণত ওই উচ্চতা থেকে নামতে একটি বিমানের সময় লাগে ৩০ মিনিটের মতো। তিন হাজার ২২৫ ফুট উচ্চতা থেকে বিমানটির তথ্য আসা বন্ধ হয়ে যায়।