উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী থানার নিধিপুর গ্রামে মামা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে তানজিদ মোল্যা নামের ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ মার্চ (শুক্রবার) দুপুরে এ ঘটনা ঘটে। তানজিদ মোল্যা থানার কলাবাড়ীয়া (পশ্চিম পাড়া) গ্রামের মিঠু মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বজনরা বাড়ীর পাশে পুকুরে গোসল করার সময় শিশু তানজিদ পুকুর পাড়ে বসেছিল। তারা গোসল সেরে তানজিদকে না দেখতে পেয়ে বাড়ীর আশেপাশে খুঁজতে থাকে। অবশেষে পুকুরের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় নড়াগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশু তানজিদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।