সৈয়দপুরে স্বাচিপ’র উদোগে মুজিববর্ষের আলোচনা সভা ও জন্মশত বার্ষিকীর স্মরনিকার মোড়ক উন্মোচন

0
390

মিজানুর রহমান মিলন সৈয়দপুর : সৈয়দপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ’র (স্বাচিপ) উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও জন্মশত বার্ষিকীর স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম এবং বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আর্সলান ও মহাসচিব ডা. এম এ আজিজ। সংগঠনটির সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য বলেন স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মো. জাকিরুল ইসলাম লেলিন,দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মমিনুল হক, নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. রবিউল ইসলাম শাহ্, নীলফামারী সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আ’লীগের
ভারপ্রাপ্ত সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি ম. আ শামীম, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডা. মো. নুরুন্নবী লাইজু, স্বাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুল হক দুলাল, ও কার্যকরী সদস্য ডা. শাহ্ মো. মতিয়ার রহমান, ডা. ষষ্টীচরণ চক্রবর্তী প্রমূখ। স্বাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. মো. রাইসুল কবীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এর আগে অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর স্মরনিকার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here