উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১১ মার্চ) দুপুরে মো. মাহাবুর শেখ (৩৫) নামে ওই ব্যক্তি কে আটক করে পুলিশ। সে জেলার লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামের মো. রায়য়ান শেখের পুত্র। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) সঞ্জীব ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় সহকারী উপ-পরির্দশক (এএসআই) শরিফ, (এএসআই) বিপ্লব ও ফোর্স লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামে অভিযান চালায় এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মাহাবুর তার হাতে থাকা বাজারের ব্যাগ নিয়ে দৌড়ে পলানোর চেষ্টা করে ব্যার্থ হয় পরে তাকে আটক করে পুলিশ এবং তার ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস বলেন আসামিকে লোহাগড়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।