খবর৭১ঃ ইউক্রেনে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশের উদ্দেশ্যে রওনা হবেন আজ। বুধবার (৯ মার্চ) দুপুরে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছাবেন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে, সেটি সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে আনা হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ কারণে ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজ বাংলার সমৃদ্ধি আটকা পড়ে। ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে জাহাজে হামলা হলে থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হন। জাহাজটিতে ২৯ জন নাবিক ছিলেন।
হামলায় বেচে যাওয়া ২৮ নাবিককে গত ৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। পরে তাদের নিরাপদে রুমানিয়ায় নিয়ে যাওয়া হয়।