সৈয়দপুরে ব্যবসায়ী রোটারিয়ান গোলাম মোস্তফা চৌধুরীর ইন্তেকাল

0
274

সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের বাসিন্দা বিশিস্ট ব্যবসায়ী মেসার্স মোস্তফা এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী এবং রোটারী ক্লাব অব সৈয়দপুর’র সাবেক প্রেসিডেন্ট ও এসিসট্যান্ট গভর্ণর রোটারিয়ান গোলাম মোস্তফা চৌধুরী (৬২) আর নেই। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, অসংখ্যক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ নামাজে আসর শহরের বিমানবন্দর চৌধুরীপাড়ায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে বিমানবন্দর চৌধুরীপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা পরিষদ সদস্য শামীম চৌধুরী, পৌর কাউন্সিলর মো.শাহীন আক্তার শাহীন ও বেলাল আহমেদ, রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী, প্রেসিডেন্ট এমদাদুল হক বাবলু, সাধারণ সম্পাদক মোবাশ্বের আলম প্রিন্স, রোটারিয়ান যথাক্রমে মমতাজ মিন্টু, মাজেদুল ইসলাম প্রামানিক, বাবুল হোসেন সরকার, আজহারুল হক সরকার রানা, শাহ আহসান হাবীব, আলহাজ্ব মো. মাহবুব আলম, ডা. দেলোয়ার হোসেন, কৃষি উদ্যোক্তা ও ব্যবসায়ী আহসান উল হক বাবু, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব মজিদুল ইসলাম মন্ডল প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, গোলাম মোস্তফা চৌধুরী ছিলেন নীলফামারী মেডিক্যাল কলেজের নাক,কান ওসলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম চৌধুরী মামা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here