শনাক্তের হার কমে পাঁচের ঘরে, মৃত্যু ৫

0
253

খবর৭১ঃ দেশে গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। গত এক দিনে মারা গেছেন ৫ জন। আর শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৮ জন। এতে শনাক্তের হার কমে পাঁচের ঘরে চলে এসেছে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৩ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৫৮ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ৬.৭৭ শতাংশ।

এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৩৮ হাজার ১৩৫ জন। মোট শনাক্তের হার ১৪.৫৯ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। মৃতরা সবাই ঢাকা বিভাগের। বাকি সাত বিভাগে গত এক দিনে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here