খবর৭১ঃ নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও দলটির ‘ঘনিষ্ঠ’ অনেকের নাম সেই তালিকায় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার সকালে চাঁদপুরের ষোলঘরে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন কাম ওয়ার্কশপের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হতো, তা হলে তাদের উচিত ছিল— নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে, সেখানে সম্পৃক্ত হয়ে অংশ নেওয়া।
তিনি বলেন, যদিও বিএনপি বলছে, তারা এই কমিটিতে কোনো নাম দিচ্ছে না, তবে সেখানে এমন অনেক বিশিষ্টজন রয়েছেন, যারা এই দলটির সঙ্গে উপদেষ্টা হিসেবে অথবা নানাভাবে জড়িত।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।