খবর৭১ঃ সারা দেশের বিভিন্ন জায়গায় রোববার ও সোমবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির পর তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ আজ শুক্রবার জানান, আগামী রবি বা সোমবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে এ বৃষ্টিতে আবারও শীত জেঁকে বসার কোনো সম্ভাবনা নেই। সাধারণভাবে বৃষ্টি হলে সামান্য শীতের অনুভূতি হয় তেমনটাই হবে।’
আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিকভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গতকাল তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯ দশমিক ৬ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে—৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।