শনাক্তের হার নামল দশের ঘরে, মৃত্যু ২০

0
186

খবর৭১ঃ

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩৯ জন। গতকাল ১৯ জনের মৃত্যু ও ৩ হাজার ৯২৯ শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.২৪ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ১২.২০ শতাংশ।

এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন। মোট শনাক্তের হার ১৪.৬৭ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ১ জন ও রংপুর বিভাগের ১ জন। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে গত এক দিনে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭ লাখ ২৭ হাজার ৮৮৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here