হাতীবান্ধায় ১৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল তিস্তা ব্যাটালিয়ন-২

0
214

কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন সীমান্ত হতে জব্দকৃত প্রায় ১৯ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য সদর দপ্তরে ধ্বংস করেছে বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)।
মঙ্গলবার বেলা ৩টায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ তিস্তা ব্যারাজ এলাকায় অবস্থিত ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইয়াসির জাহান হোসেন। সভায় বিজিবি জানায়, রংপুর তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ১৮২.০৬ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে থাকে। এতে ১৫ টি বিজিবি ক্যাম্প ও ১ টি আইসিপিতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করার সময় ১৮ লাখ ৯২ হাজার ৭১০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় জব্দ করে। জব্দকৃত ও ধ্বংসকৃত মাদকদ্রব্য গুলো হল- ইস্কাপ সিরাপ ১৭৬ বোতল, গাঁজা ২৪২ কেজি, ফেন্সিডিল ২ হাজার ৩৩৬ বোতল ও ইয়াবা বড়ি ১৩১ টি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক খায়রুল বাশার। সভা শেষে মাদকদ্রব্য ধ্বংসকরণ কাজের শুরু করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। এসময় পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here