খবর৭১ঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কা এখনো রয়ে গেছে। কিন্তু এর মানবিক মূল্য হবে বিশাল। জাতীয়ভাবে টেলিভিশনে প্রচারিত মন্তব্যে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপের চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সীমান্তে এখন রাশিয়ার প্রায় দেড় লাখ সেনা মোতায়েন রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার বলেছেন, সীমান্ত থেকে তাদের কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে। এতে উত্তেজনা হ্রাসের ব্যাপারে কিছুটা আশার সঞ্চার হয়। তবে পশ্চিমারা তাৎক্ষণিকভাবে সতর্ক প্রতিক্রিয়া জানায়। পরে বাইডেন বলেনি, রাশিয়ার এ বক্তব্য এখনো যাচাই করা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রুশ বাহিনী চলে যাওয়ার বিষয়টি ভালো হবে। কিন্তু আমরা এখনো তা যাচাই করিনি। আমরা এখনো যাচাই করে দেখিনি যে রুশ সামরিক ইউনিটগুলো তাদের নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে কিনা। ’
বাইডেন বলেন, ‘প্রকৃতপক্ষে, আমাদের বিশ্লেষকরা বরং ইঙ্গিত দিচ্ছেন যে তারা যথেষ্ট হুমকির অবস্থানেই রয়ে গেছে। ‘
মস্কোর নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ কথার কয়েক ঘণ্টা পর বাইডেন এসব কথা বলেন।
পুতিন বরাবর বলে আসছেন, তিনি ইউক্রেনে অনুপ্রবেশের পরিকল্পনা করছেন না। আরো বলেছেন, রাশিয়া ইউরোপে আরেকটি যুদ্ধ চায় না।
সূত্র: বিবিসি