নড়াইলে বসতবাড়িতে আগুন, নগদ টাকাসহ মালামাল পুড়ে ছাই

0
561

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লক্ষীপাশা ইউনিয়নের দাসেরডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার (২৪আগষ্ট) রাতে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকাসহ অন্তত দু’লক্ষাধীক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। সুত্রে জানা যায়, উপজেলার দাসেরডাঙ্গা গ্রামের মোঃ সালাম শেখ (৪৫) এর বসতবাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খোলা ল্যাম্প বাতি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, সালাম শেখ বলেন, হঠাৎ করেই বাড়ির একটি কক্ষ থেকে আগুনের লেলিহান শিখা বের হওয়ার দৃশ্য দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার আইয়ুব হোসেন চৌধুরীর নের্তৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনের সুত্রটি ষ্টেশন অফিসার আইয়ুব হোসেন চৌধুরীর নিশ্চিত করেছেন। অগ্নিœকান্ডে গরু বিক্রয়ের নগদ ৪০হাজার টাকা, ৩০মন ধান, ২০ মন পাট, টেলিভিশন, বিভিন্ন আসবাবপত্র, জামা-কাপড়সহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here