হাতীবান্ধায় নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান

0
176

কাজী শাহ্ আলম,প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নের নবনির্বাচিত ১৪৩ জন ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ বাক্য গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন। বুধবার বিকেলে স্থানীয় অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট ( হাতীবান্ধা- পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। উক্ত অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ( ওসি) এরশাদুল আলম প্রমুখ। আলোচনা শেষে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা পরিষদ কার্যালয়ে ১২ নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু জাফর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here