বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট

0
272

খবর৭১ঃ  করোনার প্রভাবে বিশ্বে একের পর এক পত্রিকা মুদ্রণ বন্ধ করছে বিভিন্ন সংবাদপত্র। সে তালিকায় নাম লিখিয়েছিল ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। তবে অনলাইন সংস্কার চালু ছিল। কিন্তু এবার স্থায়ীভাবেই বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্টর সব কার্যক্রম।
রোববার পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মালিকপক্ষ।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী বলেন, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের তা বলে দেওয়া হয়েছে। সবাই তাদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন।

দেশে করোনার প্রাদুর্ভাবে অফিস-আদালত বন্ধ করে দিয়ে শুরু হয়েছিলো সর্বাত্মক লকডাউন। এতে করে বিভিন্ন অফিস-আদালত এমনকি বাসা বাড়িতেও ছাপানো পত্রিকা রাখা বন্ধ করে দেয় অনেকে। ফলে লকডাউনের সময়টাই ঢাকায় এবং ঢাকার বাইরে সংবাদপত্রের বিক্রি এক ধাক্কায় অর্ধেকে নেমে আসে। ঐ পরিস্থিতিতে লোকসান এড়াতে কয়েকটি পত্রিকা ছাপানো সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ২০২০ সালের ৬ এপ্রিল সেই তালিকায় নাম লেখায় দ্য ইনডিপেনডেন্ট।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু করেছিল ১৯৯৫ সালে ২৬ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here