মান্দায় নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর

0
656

সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ৫নং গনেশপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের অভিষেক অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে গনেশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামসুল আলম বাদলের স ালনায় এবং নব-নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল এর সভাপতিত্বে অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, মোজাম্মেল হোসেন মুকুল, সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে, ইউপি সচিব রফিকুল ইসলাম, হিসাব সহকারী মোতাসিম বিল্লাহ, উদ্যোক্তা রুহুল আমিন, গ্রাম পুলিশ সদস্য, রশিদুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী, সামসুল আলম চৌধুরী, বাচ্চু মিয়া, সাব্বির চৌধুরী, রাব্বি চৌধুরী, সিয়াম চৌধুরী, মোকছেদ আলী সহ নবনির্বাচিত ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানান এবং পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট তিনি সহযোগিতা কামনা করেন।

শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এবং চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

প্রসঙ্গত, নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গত ২৫ জানুয়ারী গনেশপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এবং উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here